মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জুলাই গ্রাফিতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণীসভা। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথিসহ বিভিন্ন বক্তারা গ্রাফিতি শিল্পের গুরুত্ব, তরুণদের সৃজনশীল বিকাশ এবং বিদ্যালয়ভিত্তিক শিল্পচর্চার প্রসারে এমন আয়োজনের ভূমিকা তুলে ধরেন। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশীদ, মনিরামপুর পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক ও মনিরামপুর মহিলা কলেজের অধ্যাপক মো. মহিবুল্লাহ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মাসুদ হোসেনসহ অন্যরা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশীদ বলেন,“গ্রাফিতি কেবল দেয়াল লিখন নয়, এটি সময়ের কথা বলে, সমাজের ভাবনাকে রং-তুলিতে প্রকাশ করে। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা মনিরামপুরের তরুণ শিল্পীদের একটি প্ল্যাটফর্ম দিতে পেরেছি, যা তাদের ভবিষ্যতের সৃজনশীল পথচলাকে আরও উৎসাহিত করবে।”
উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মাসুদ হোসেন জানান, বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, যা গ্রাফিতি শিল্পের প্রতি শিক্ষার্থীদের আগ্রহের দিকটি স্পষ্ট করে।
অনুষ্ঠানে সেরা গ্রাফিতি শিল্পকর্মগুলোর বিশেষ প্রশংসা করা হয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পাশাপাশি বিশেষ সম্মাননা পুরস্কারও প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা জানান, এমন সৃজনশীল প্রতিযোগিতায় অংশ নিতে পেরে এবং পুরস্কৃত হয়ে তারা অত্যন্ত আনন্দিত ও অনুপ্রাণিত।
উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস ভবিষ্যতেও এমন সৃজনশীল কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.