শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদী সরকারি কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক রিফাত আহমেদের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে কলেজের সামনে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেন।
শিক্ষার্থীরা জানান, রিফাত আহমেদ একজন নৈতিক, দায়িত্বশীল ও ছাত্রবান্ধব শিক্ষক। নিয়মিত ক্লাস নেওয়া, পড়াশোনার খোঁজখবর রাখা এবং শিক্ষার্থীদের প্রতি তাঁর আন্তরিকতা শিক্ষকদের মাঝে আলাদা করে পরিচিতি দিয়েছে। তাদের অভিযোগ, একটি কুচক্রি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বদলির উদ্যোগ নিয়েছে।
বদলি আদেশ প্রত্যাহার না হলে শিক্ষার্থীরা ক্লাস বর্জনসহ প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশ না নেওয়ার হুমকি দিয়েছে।
শিক্ষার্থীরা জানায়, “আমরা একজন গুণী শিক্ষককে অন্যায়ভাবে বদলি হতে দেব না। যতক্ষণ না আদেশ প্রত্যাহার হবে, ততক্ষণ আন্দোলন চালিয়ে যাব।”

