আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও কেন্দ্রীয় শুরা সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে মঙ্গলবার (১৮ নভেম্বর) আশাশুনিতে নির্বাচনী মোটরসাইকেল শোডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০ টায় বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজার থেকে শত শত মোটরসাইকেলের সঙ্গে শোডাউন শুরু হয়ে খাজরা ও আনুলিয়া হয়ে প্রতাপনগরে গিয়ে শেষ হয়। পথে রাস্তার দুই ধার বরাবর নারী-পুরুষ, শিশু ও বৃদ্ধেরা দাঁড়িয়ে প্রার্থীকে হাত নেড়ে স্বাগত জানান। এরপর তিনি আনুলিয়া ও প্রতাপনগরে পৃথক দুটি জানাজা নামাজে অংশগ্রহণ করেন।
বেলা ২ টায় প্রতাপনগরে পিএম স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিকেল ৩ টায় প্রতাপনগর আল-আমিন মহিলা আলিম মাদ্রাসা ময়দানে হাজার হাজার মহিলার উপস্থিতিতে বিশাল মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সমাবেশে বক্তব্য রাখেন ইউনিয়ন আমির মাওঃ অহিদুজ্জামান, সেক্রেটারি মাওঃ আল-আমিন, উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমির মাওঃ নুরুল আবছার মুরতাজা, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওঃ আব্দুল গাফফার, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওঃ রিয়াছাত আলী, জেলা কর্মপরিষদ সদস্য ও প্রার্থীর সহধর্মীনি জয়নাব তাহেরা, উপজেলা মহিলা দায়িত্বশীলা শরীফা মনির, খায়রুন্নেসা, প্রভাষক দীপ্র কুমার মন্ডল প্রমুখ।
বিকেল ৪ টায় তালতলা বাজারে এবং সন্ধ্যা ৬ টায় নাকনা-দশহালিয়া খেয়াঘাট চত্বরে পৃথক দুটি নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রবিউল বাশার। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমির মাওঃ নুরুল আবছার মুরতাজা, উপজেলা সেক্রেটারি মাওঃ আনওয়ারুল হক, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওঃ আব্দুল গাফফার, অধ্যক্ষ সোহরাফ হোসেন, অধ্যক্ষ মজিবুর রহমান প্রমুখ।
শোডাউন ও পথসভায় ব্যাপক জনসমাগম উপস্থিত ছিল এবং প্রার্থীকে সমর্থন জানাতে স্থানীয়রা উৎসাহ ও উল্লাস প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.