দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের বিএনপি মনোনিত প্রার্থী ও দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে এবং আমি আপনাদের ভোটে এমপি নির্বাচিত হলে নারীদের উন্নয়নে কাজ করা হবে।
এবং অগ্রাধিকার ভিত্তিতে দুস্থ, অস্বচ্ছল, বিধবা মহিলাদের রেশন কার্ডের ব্যবস্থা করা হবে।
তাই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহবান জানান তিনি।
আজ মঙ্গলবার (১৮ নভেম্বর ) বিকেল সাড়ে ৪ টায় উপজেলার দৌলতপুর সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের স্বরুপপুর গ্রামে নারীদের নিয়ে উঠোন বৈঠকে তিনি এ আহবান জানান।
এসময় বাচ্চু মোল্লা জামায়াত ইসলাম সম্পর্কে বলেন, এই দলটি ধর্মের নামে রাজনীতি করে। জামায়াতের কোন নারী কর্মী আপনাদের কাছে ধর্মের কথা বলে ভোট চাইলে তাদের বাঁধা দিবেন এবং ধর্ম নিয়ে রাজনীতি না করার নির্শেদনা দিবেন।
স্থানীয় বিএনপি নেতা মো. নুরুল ইসলামের সভাপতিত্বে উঠোন বৈঠকে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজ, বিএনপি নেতা এম ফরজ উল্লাহ, দৌলতপুর যুবদলের যুগ্ম-আহবায়ক মাহবুবুর রহমান, যুবদল নেতা লিটন জোয়াদ্দার ও দৌলতপুর উপজেলা ছাত্রদল আহবায়ক মাসুদুজ্জামান রুবেল।
এসময় স্থানীয় বিএনপি ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এরআগে দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ¦ রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা উঠোন বৈঠকস্থলে উপস্থিত হলে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

