শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে মাদক ব্যাবসার টাকা আদায় করতে এসে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সোমবার (১৭ নভেম্বর ) দিনগত রাত ২টার দিকে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের স্বরূপারচক এলাকায় এ ঘটনাটি ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে দুইজন। স্থানীয় জনতা তিন জনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিনগত মাঝ রাতে ফরিদপুর জেলার কোতোয়ালি থানার আলিপুর ও ভাষানচর এলাকা থেকে তুষার ঘোষ (৩৬), রিফাত হোসেন ওরফে হোসাইন (২৪) এবং ফিরোজ বিশ্বাস (২২) নামের তিন মাদক ব্যবসায়ী যুবক মাদক ব্যাবসার টাকা আদায় করতে গোয়ালন্দের স্বরুপারচক এলাকায় আত্ম গোপনে থাকা তাদের পার্টনার কিবলু শেখের কাছে আসে।
কিবলু শেখ তার স্ত্রী ও ছেলে সহ আহসান হাবিব নামে তার এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছিলেন।
অভিযুক্ত তিন যুবক আহসান হাবিবের টিনের বেড়া টপকে বাড়ির ভেতরে প্রবেশ করে কিবলুর সাথে কথা কাটাকাটি ও হাতাহাতিতে লিপ্ত হয়। এই সময়ে আহসান হাবিবের পরিবার তাদের প্রতিহত করার চেষ্টা করলে সংঘর্ষ বেঁধে যায়।
সংঘর্ষে আহসান হাবিবের ছেলে আব্দুল আউয়াল সরদার (২৪) এবং স্ত্রী আমেনা খাতুন (৪৫) আহত হন।
সংঘর্ষের এক পর্যায়ে কিবলু শেখ ও স্থানীয়রা ‘ডাকাত-ডাকাত বলে চিৎকার করলে এলাকাবাসী এসে তুষার, রিফাত ও ফিরোজকে আটক করে গণপিটুনি দেয়।
পরে খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।বর্তমানে পুলিশ প্রহরায় তারা সেখানে চিকিৎসাধীন রয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ্ আল মামুন জানান, তারা সবাই ফরিদপুরের বাসিন্দা। মাদক বিক্রির টাকা লেনদেন নিয়ে ঝগড়ার একপর্যায়ে কিবলু গোয়ালন্দে এসে আত্মগোপনে ছিল। খবর পেয়ে তার ব্যবসায়িক পার্টনাররা তাকে ধরে নিতে এলে সংঘর্ষ বাঁধে।
এ ঘটনায় দু’জন আহত হয়েছে এবং আটক তিনজনকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনাটির অধিকতর তদন্ত ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.