দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুরে ২০ বস্তা ডিএপি সার পাচারের সময় স্থানীয় কৃষকদের হাতে আটক হয়েছেন তাহাজ্জাক হোসেন (৪০) নামে এক ব্যবসায়ী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার ভোর ছয়টার দিকে উপজেলার মাড়িয়া গ্রামে তাকে আটক করেন স্থানীয় কৃষকরা। কৃষকরা অভিযোগ করেন, তাহাজ্জাক মাড়িয়া ইউনিয়নের বিসিআইসি ডিলার নাজিম উদ্দীনের ম্যানেজার এবং তিনি প্রতিদিন গোডাউন থেকে সার নিয়ে বেশি দামে বাঘমারা উপজেলার তাহেরপুর বাজারে বিক্রয় করতে যাচ্ছিলেন।
স্থানীয় কৃষক আ: ছালাম বলেন, “ডিলার নাজিম এলাকায় কৃষকদের সরবরাহ না দিয়ে অন্য এলাকায় বেশি দামে বিক্রি করেন। তার ম্যানেজার তাহাজ্জাক এ কাজে সহযোগিতা করছে।” অন্য কৃষক আহাদ যোগ করেন, “সরকারি দাম এক বস্তা ডিএপি সার ১ হাজার ৫০ টাকা, কিন্তু তারা বেশি দামে বিক্রি করছে। আমরা তাদের ডিলারশীপ বাতিলের দাবি করি।”
অভিযোগ অস্বীকার করে মাড়িয়া ইউনিয়নের বিসিআইসি ডিলার নাজিম উদ্দীনের দাবি, আটক সারগুলো তার নয় এবং তিনি সব কৃষককে সঠিকভাবে সার সরবরাহ করে আসছেন।
ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু বলেন, “সার পাচারের সময় স্থানীয় কৃষকরা ব্যক্তিকে আটক করে। আমরা সেখানে গিয়ে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা করি। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.