দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টু হত্যা মামলার পলাতক আসামি শামীম ওরফে শুটার শামীম (২০) কে গ্রেপ্তার করেছে সিআইডি ও দৌলতপুর থানা পুলিশের যৌথ টিম।
আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে ফিলিপনগর হাই স্কুল মাঠ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া শামীম ফিলিপনগর এলাকার মজিবর রহমানের ছেলে।
গত বছরের ৩০ সেপ্টেম্বর দুপুরে প্রকাশ্য দিবালোকে ফিলিপনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টু কে গুলি করে হত্যা করা হয়। ওই হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর চেয়ারম্যান হত্যা মামলার প্রধান আসামি টুকু তার গড়ে তোলা সন্ত্রাসী বাহিনী দিয়ে স্থানীয় আধিপত্য বিস্তার, হাট-বাজার দখল, চাঁদাবাজি, অস্ত্র ও মাদক ব্যবসাসহ নানা সন্ত্রাসী কর্মকান্ডে জড়িয়ে পড়ে। এসব সন্ত্রাসী কর্মকান্ডের বিরোধীতা করায় সন্ত্রাসী বাহিনী প্রধান টুকুর নেতৃত্বে তার সন্ত্রাসীরা চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টু কে নিজ কার্যালয়ে গুলি করে হত্যা করা হয়।
সুটার শামীম গ্রেপ্তারের বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, সেন্টু চেয়ারম্যান হত্যা মামলা সিআইডি তদন্ত করছে। মঙ্গলবার সিআইডি ও দৌলতপুর থানা পুলিশের যৌথ অভিযানে শামীম নামে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে সে সিআইডির হেফাজতে আছেন।
কুষ্টিয়া সিআইডির পুলিশ পরিদর্শক মহাব্বত আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফিলিপনগর হাই স্কুল মাঠ এলাকা থেকে শামীম কে গ্রেপ্তার করা হয়েছে। তবে সে চেয়ারম্যান হত্যা মামলার এজাহারে নামীয় আসামি না হলেও তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে আদালতে তাকে সোপর্দ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.