আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রোকনুজ্জামানের অনিয়ম- দূর্নীতির তদন্ত বুধবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন, সাতক্ষীরা জেলা সমবায় কার্যালয়ের উপ-পরিচালক সায়েদুর রহমান মৃধা।
ঢাকার আগারগাঁও এ অবস্থিত সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শহীদুল ইসলাম তদন্ত করবেন বলে তিনি জানিয়েছেন।
সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যালয়ের দবির হোসেন নামের একজন প্রাক্তন কর্মচারীর অভিযোগের প্রেক্ষিতে এই তদন্ত করা হবে বলে অফিসিয়াল পত্রের মাধ্যমে জানা গেছে।
তবে, শুধু দবির হোসেন নয়, সাতক্ষীরার এস,এম রেজাউল ইসলাম নামের একজন সাংবাদিকও সহকারী পরিচালক রোকনুজ্জামানের বিরুদ্ধে সংশ্লিষ্ট অধিদপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
এতিমখানার টাকা আত্মসাত করে শহরে বিলাসবহুল বাড়ি ও ধন সম্পদ তৈরিকরাসহ বিভিন্ন ধরনের দূর্নীতি ও অনিয়মের অভিযোগ আনা হয়েছে ওই অভিযোগপত্রে।
এবিষয়ে সহকারী পরিচালক মোঃ রোকনুজ্জামানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি রাগান্বিত হয়ে বাজে কথা বলে সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.