মোঃ এনামুল হক, পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে নবাগত জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান আজ মঙ্গলবার যোগদান করেই বিকালে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়কালে বলেন,পঞ্চগড়ে পদায়নের পর আপনারা নজিরবিহীনভাবে স্বাগত জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন।
অনেকেই সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন। আপনাদের ভালোবাসায় অভিভূত হয়েছি। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আমার পদায়নে সাবেক সহকর্মী সাংবাদিকরা যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার বর্তমান সহকর্মীরাও যেভাবে অভিনন্দন জানিয়েছেন; তা অভূতপূর্ব।
এই অভিনন্দনের জোয়ারে আমি যোগ দিতে গিয়ে অনেকটা প্রত্যাশার চাপ অনুভব করছি। আমার দায়িত্ব বেড়ে গেলো। কাজ দিয়ে এই চাপ মুক্ত হওয়ার চেষ্টা করবো।
আমি অনেক দিন ধরে প্রশিক্ষক হিসেবে সরকারি কর্মচারিদের প্রশিক্ষণ দিয়েছি। বিনা হয়রানিতে ঝামেলামুক্তভাবে কম খরচে সেবাপ্রার্থিরা যাতে সরকারি সেবা পেতে পারেন এই ম্যাসেজ দিতে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে গেছি। যেখানে সুযোগ পেয়েছি সেটা বাস্তবায়ন করেছি।
ফেসবুকে অসংখ্য ইতিবাচক মন্তব্য এর সাক্ষী। এবার বড় পরিসরে তা বাস্তবায়নের পালা। আমি চাকরি জীবনের শুরু থেকেই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে চলেছি। নিজে দুর্নীতি করিনা। অন্যকে করতে দেইনা। পঞ্চগড়ে একটা লাগেজ আর কিছু ব্যাগ নিয়ে যাচ্ছি। সেই একটি লাগেজ আর আপনাদের ভালোবাসা নিয়েই ফেরত আসবো ইনশাআল্লাহ।
জেলা প্রশাসক হিসেবে আগামী নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করাটাই আমার এই মুহূর্তে প্রধান লক্ষ্য। নির্বাচনের মতো চ্যালেঞ্জিং একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। আমি বিশ্বাস করি ভোটরক্ষা মানে দেশরক্ষা। ভোটরক্ষা করা আমার উপর অর্পিত পবিত্র আমানত।
আমি ব্যক্তিগতভাবে কখনো কারো আমানদারিতা নষ্ট করিনি। জীবনেও কারো কাছ থেকে এক টাকাও ধার করিনি। এখন পর্যন্ত কোনো ধরনের ঋণ নেইনি। এক টাকাও হারাম খাইনি। আমি আরাম আয়েশী জীবনযাপন করিনা। নিজে আয় করে লেখাপড়া করেছি। সরকারি চাকরিতে এসেও কাউকে কোনোদিন নিজের বদলির বা পোস্টিংয়ের জন্য তদবির করিনি। যেখানে পোস্টিং দিয়েছে সেখানে গিয়ে কাজ করেছি। মানুষের মন জয় করেছি। এবারও আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে বদ্ধপরিকর।
কোনো রাগ-অনুরাগ-বিরাগের বা লোভের বশবর্তী হয়ে আমার পথ থেকে পিছপা হবোনা। আমি একজন প্রফেশনাল ক্যারিয়ার ব্যুরোক্রেট। আপনারা আমার ওপর ভরসা করতে পারেন।
পঞ্চগড়ে আমার অনেক শুভাকাঙ্খী রয়েছেন। আপনাদেরকে আমার অফিসে স্বাগতম। সেবার জন্য আসবেন। দেখা করতে আসবেন। শুভেচ্ছা জানাতেও আসতে পারেন। তবে আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে- দয়া তরে কেউ ফুল বা ফুলের তোড়া আনবেন না। গিফট অপছন্দ করি।
যশোরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট থাকাকালে ফেসবুক ব্যবহার বন্ধ রেখেছিলাম। এর একটি কারণ দেশ বিদেশ থেকে প্রচুর গিফট আসে। কোনো গিফটের জিনিসপত্র আমি ব্যবহার করিনা। দোয়াই আমার জন্য যথেস্ট। সবার দোয়া চাইছি। সবার সহযোগিতা চাই। সবাই আমার জন্য দোয়া করবেন সহযোগিতা করবেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.