Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

যশোর শিক্ষা বোর্ড ক্যাম্পাসে ধূমপান নিষিদ্ধ

যশোর প্রতিনিধি
নভেম্বর ২০, ২০২৫ ১২:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোর শিক্ষা বোর্ড প্রতিষ্ঠার পর থেকে পরীক্ষার্থীদের ডকুমেন্টের নিরাপত্তা নিশ্চিতকরণে অফিস ক্যাম্পাসে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে।

ধূমপানের আগুনে অফিসের এসব ডকুমেন্টে রাখা ঝুঁকির মধ্যে পড়ে। শিক্ষা বোর্ডের অডিটোরিয়ামে বুধবার দুপুরে অনুষ্ঠিত সমন্বয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে ।

সভাপতির বক্তব্যে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোসা. আসমা বেগম বলেন, বোর্ড প্রতিষ্ঠা থেকে পর থেকে অনেক ডকুমেন্ট সংরক্ষণ রয়েছে। অসাবধানবশত ধূমপানের আগুণে এসব ডকুমেন্ট নষ্ট হয়ে যাবে। একারনে অফিস ক্যাম্পাসে ধুমপান করলে ব্যবস্থা নেয়া হবে।

বোর্ডের সচিব প্রফেসর এসএম মাহাবুবুল ইসলাম বলেন-শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের, প্রশ্ন সেট মডারেটরেদের প্রশিক্ষণ দেয়া হবে। বোর্ডে কোয়ার্টারের পুরাতন আহসান উল্লাহ ভবন ভেঙে নতুন ভবন নির্মাণ করা হবে।

এ বিষয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। সেখান থেকে অনুমোদন আসলে কাজ শুরু করা হবে। সেই সাথে অফিসের জলাবদ্ধতা নিরসনে রাস্তা নির্মাণের সিদ্ধান্ত হয়েছে।

সচিব প্রফেসর এসএম মাহাবুবুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন, কলেজ পরিদর্শক প্রফেসর এস এম তৌহিদুজ্জামান, বিদ্যালয় পরিদর্শক সহযোগী অধ্যাপক ড. কামরুজ্জামান, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ডকুমেন্ট মুজিবুল হক প্রমুখ। এ সময় সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।