যশোর প্রতিনিধি
যশোর শিক্ষা বোর্ড প্রতিষ্ঠার পর থেকে পরীক্ষার্থীদের ডকুমেন্টের নিরাপত্তা নিশ্চিতকরণে অফিস ক্যাম্পাসে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে।
ধূমপানের আগুনে অফিসের এসব ডকুমেন্টে রাখা ঝুঁকির মধ্যে পড়ে। শিক্ষা বোর্ডের অডিটোরিয়ামে বুধবার দুপুরে অনুষ্ঠিত সমন্বয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে ।
সভাপতির বক্তব্যে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোসা. আসমা বেগম বলেন, বোর্ড প্রতিষ্ঠা থেকে পর থেকে অনেক ডকুমেন্ট সংরক্ষণ রয়েছে। অসাবধানবশত ধূমপানের আগুণে এসব ডকুমেন্ট নষ্ট হয়ে যাবে। একারনে অফিস ক্যাম্পাসে ধুমপান করলে ব্যবস্থা নেয়া হবে।
বোর্ডের সচিব প্রফেসর এসএম মাহাবুবুল ইসলাম বলেন-শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের, প্রশ্ন সেট মডারেটরেদের প্রশিক্ষণ দেয়া হবে। বোর্ডে কোয়ার্টারের পুরাতন আহসান উল্লাহ ভবন ভেঙে নতুন ভবন নির্মাণ করা হবে।
এ বিষয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। সেখান থেকে অনুমোদন আসলে কাজ শুরু করা হবে। সেই সাথে অফিসের জলাবদ্ধতা নিরসনে রাস্তা নির্মাণের সিদ্ধান্ত হয়েছে।
সচিব প্রফেসর এসএম মাহাবুবুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন, কলেজ পরিদর্শক প্রফেসর এস এম তৌহিদুজ্জামান, বিদ্যালয় পরিদর্শক সহযোগী অধ্যাপক ড. কামরুজ্জামান, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ডকুমেন্ট মুজিবুল হক প্রমুখ। এ সময় সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.