মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অধীনে কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় সাংস্কৃতিক উপাদান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ৭টি ইউনিয়নের ৭টি কিশোর কিশোরী ক্লাবের অনুকূলে প্রধান শিক্ষকদের কাছে এ সামগ্রী প্রদান করা হয়। এ সকল সামগ্রী প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহিদ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসাঃ কামরুন্নেছা প্রমূখ।