সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও ইয়াবাসহ দুইজনকে আটক করেছে সাতকানিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দক্ষিণ বিল্লাপাড়া, বসন্ত পুকুর পাড়া এবং কাশেমের ডেকোরেশন দোকান এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
আটকরা হলেন—মোহাম্মদ তারেক (পিতা: আবুল কাশেম) ও মিনারুল আলম (পিতা: নুরুল আলম)। দু’জনই ছদাহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশের ভাষ্যমতে, অভিযানকালে তারা ইয়াবা সেবন অবস্থায় ছিলেন। তল্লাশির সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়—
১টি এয়ার পিস্তল (NP60 Draco, Precihole Sports Pvt. Ltd, India)
২টি বার বোর শর্টগানের কার্তুজ (লিডবল)
১টি লোহার স্টিক
৩টি স্মার্টফোন
৬টি বাটন ফোন
২৮ পিস ইয়াবা ট্যাবলেট
গ্রেফতারের পর দুইজনকে প্রেস ব্রিফিংয়ের জন্য পুলিশ সুপার, চট্টগ্রাম কার্যালয়ে নেওয়া হয়।
পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং উদ্ধারকৃত অস্ত্র ও মাদকের উৎস খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গ্রেফতার মোহাম্মদ তারেকের বিরুদ্ধে সাতকানিয়া থানায় পূর্বের ৩টি মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে একটি হত্যা মামলার ওয়ারেন্টও বিদ্যমান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.