Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গায় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ১০৫টি ভেড়া বিতরণ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
নভেম্বর ২০, ২০২৫ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ১০৫টি ভেড়া বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কর্মসূচিটি বাস্তবায়ন করে আলফাডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু।

কর্মসূচির আওতায় উপজেলার চরাঞ্চলের ৩৫ জন সুফলভোগীর মাঝে মোট ১০৫টি ভেড়া বিতরণ করা হয়। ভেড়া পেয়ে উপকৃত নারীদের মুখে আনন্দের ঝিলিক দেখা যায়।

পাকুরিয়া গ্রামের সুফলভোগী রুবিনা বেগম বলেন, “ভেড়া পাওয়ায় আমরা খুব উপকৃত হয়েছি। এগুলো পালন করলে আমাদের সংসারে আর্থিক সচ্ছলতা আসবে।”

রুদ্রবানা গ্রামের রোজিনা খাতুন বলেন, “আমরা আগে এ ধরনের সুবিধা পাইনি। ভেড়া পেলে ঘরে বসেই আয় করা যাবে।”

আরেক সুফলভোগী শিরিনা বেগম জানান, “ভেড়া পালন করে ধীরে ধীরে পরিবারকে স্বাবলম্বী করতে চাই। সরকারের সহযোগিতায় আমরা আশাবাদী।”

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন বলেন, “চরাঞ্চলের অসহায় পরিবারগুলোকে স্বাবলম্বী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়মিত পরিচর্যা করলে ভেড়া পালনের মাধ্যমে সুন্দরভাবে আয় করা সম্ভব।”

উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু বলেন, “এ ধরনের কর্মসূচি দরিদ্র মানুষের জীবিকা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা সবসময় সহযোগিতা করে যাব।”

অনুষ্ঠান শেষে অতিথিরা সুফলভোগীদের হাতে ভেড়া হস্তান্তর করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।