খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার খোকসায় উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে ‘তারণ্যের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল তিনটায় খোকসা বাসস্ট্যান্ড এলাকায় এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ধানের শীষের মনোনয়নপ্রাপ্ত খোকসা–কুমারখালি আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি। বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় সংসদের সদস্য অধ্যাপিকা সৈয়দা ফাহিমা বানু।
প্রধান বক্তা ছিলেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি এবং বিশেষ বক্তা ছিলেন খন্দকার তসলিম উদ্দিন নিশাত। মঞ্চে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম পিনো, খোকসা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম টনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব মল্লিক, কুমারখালি পৌর ছাত্রদলের আহ্বায়ক ইব্রাহীম হোসেন, কুমারখালি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু কাউসার অপু, খোকসা ছাত্রদল নেতা সোহান হোসেন, আজমির হোসেন রিয়াদ ও তানজিদ ইসমাইল আদিত্য।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা থানা বিএনপির সদস্য সচিব আনিসুজ্জামান স্বপন, সাবেক থানা সভাপতি সৈয়দ আমজাদ আলী, সাংগঠনিক সম্পাদক মোমিনুর রহমান মোমিনসহ স্থানীয় বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী।
প্রধান বক্তা মোজাক্কির রহমান রাব্বি বলেন, মেহেদী রুমি নির্বাচিত হলে খোকসায় একটি কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, বেকার ভাতা চালু এবং নারীদের জন্য পারিবারিক কার্ড ব্যবস্থা নিশ্চিত করবেন। প্রধান অতিথি মেহেদী রুমি তাঁর বক্তব্যে ধানের শীষে ভোট চেয়ে নারীদের বাড়ি বাড়ি গিয়ে সালাম পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
আলোচনা সভার শেষে খোকসা বাজারে ছাত্রদলের একটি মিছিল বের হয় এবং লিফলেট বিতরণ করা হয়। সভার সভাপতিত্ব করেন খোকসা থানা ছাত্রদলের আহ্বায়ক রাকিব হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন খোকসা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম রিয়াজ ও পৌর ছাত্রদলের সদস্য সচিব মহব্বত হোসেন।

