Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খুলনার নবাগত জেলা প্রশাসকের বিভাগীয় প্রধানদের সাথে মতবিনিময় সভা

খুলনা প্রতিনিধি
নভেম্বর ২০, ২০২৫ ১০:৪৩ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রতিনিধি

খুলনার নতুন জেলা প্রশাসক আ স ম জামসেদ খোন্দকার দায়িত্ব গ্রহণের পরপরই জেলার উন্নয়ন অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে বিভাগীয় প্রধানদের সঙ্গে মতবিনিময় করেছেন।

বৃহস্পতিবার ( ২০ নভেম্বর ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় তিনি সমন্বিত প্রচেষ্টার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

সভায় জেলা প্রশাসক বলেন, “সকল দপ্তরের সম্মিলিত প্রচেষ্টাই খুলনার সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে পারে। উন্নয়নের প্রতিটি ধাপেই আপনাদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।” তিনি প্রশাসনের গতিশীলতা বৃদ্ধির পাশাপাশি জনসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান জানান।

মতবিনিময় সভায় জেলা পুলিশ সুপার টি এম মোশারফ হোসেন, খুলনা বিজিবি প্রতিনিধি মেজর খশরু রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, সিভিল সার্জন ডা. মাহফুজা খানম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. কামরুল ইসলাম সরদার, বিএডিসির নির্বাহী প্রকৌশলী মো. জামাল ফারুক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জল কুমার সেন, গণপূর্ত-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আছাদুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নজরুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবিরসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে নবাগত জেলা প্রশাসক সবাইকে নিয়ে খুলনার উন্নয়নযাত্রাকে আরও এগিয়ে নিতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।