খুলনা প্রতিনিধি
খুলনার নতুন জেলা প্রশাসক আ স ম জামসেদ খোন্দকার দায়িত্ব গ্রহণের পরপরই জেলার উন্নয়ন অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে বিভাগীয় প্রধানদের সঙ্গে মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার ( ২০ নভেম্বর ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় তিনি সমন্বিত প্রচেষ্টার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
সভায় জেলা প্রশাসক বলেন, “সকল দপ্তরের সম্মিলিত প্রচেষ্টাই খুলনার সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে পারে। উন্নয়নের প্রতিটি ধাপেই আপনাদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।” তিনি প্রশাসনের গতিশীলতা বৃদ্ধির পাশাপাশি জনসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান জানান।
মতবিনিময় সভায় জেলা পুলিশ সুপার টি এম মোশারফ হোসেন, খুলনা বিজিবি প্রতিনিধি মেজর খশরু রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, সিভিল সার্জন ডা. মাহফুজা খানম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. কামরুল ইসলাম সরদার, বিএডিসির নির্বাহী প্রকৌশলী মো. জামাল ফারুক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জল কুমার সেন, গণপূর্ত-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আছাদুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নজরুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবিরসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে নবাগত জেলা প্রশাসক সবাইকে নিয়ে খুলনার উন্নয়নযাত্রাকে আরও এগিয়ে নিতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.