সাজ্জাদুল তুহিন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দায় আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার উদ্যোগে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করা হয়েছে।
নওগাঁ-৪৯ (মান্দা-৪) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা আমির খন্দকার আব্দুর রাকিবের নেতৃত্বে উপজেলা জুড়ে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করা হয়।
শনিবার(২২ নভেম্বর) সকাল ১০ টার সময় উপজেলার মান্দা এসসি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ থেকে শোভাযাত্রা শুরু হয়।শোভাযাত্রাটি ফেরিঘাট নওগাঁ-রাজশাহী মহাসড়ক হয়ে জলছত্র মোড় হয়ে পাঁজরভাঙ্গা, জোতবাজার, প্রসাদপুর সদর হয়ে সবাই বাজারে গিয়ে শেষ হয়।
এসময় শোভাযাত্রায় প্রায় ৫ হাজার মোটরসাইকেল অংশ নেয় বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
শোভাযাত্রাটিতে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। তাদের হাতে দাঁড়িপাল্লা প্রতীকের প্ল্যাকার্ড দেখা যায়। এ সময় ছাদখোলা গাড়ি থেকে সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষদের হাত নেড়ে শুভেচ্ছা জানান খন্দকার আব্দুর রাকিব।
শেষে নেতা-কর্মীদের উদ্দেশ্যে খন্দকার আব্দুর রাকিব বলেন, জনগণের কল্যাণে এবং আল্লাহর সন্তুষ্টির জন্যই আমাদের রাজনীতি। সন্ত্রাস, চাঁদাবাজি ও হানাহানী বাদ দিয়ে সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। আগামী দিনের ন্যায়ভিত্তিক ও ইনসাফমুখী সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াতে ইসলামী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন। এজন্য সততা ও নিষ্ঠার প্রতীক দাড়িপাল্লাকে বিজয়ী করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানাই।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, মান্দা-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা আমীর খন্দকার আব্দুর রাকিব, নওগাঁ জেলা কর্ম পরিষদের সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোঃ মোস্তফা আল-আমিন, কর্ম পরিষদের সদস্য অধ্যাপক আব্দুর রশিদ, মান্দা উপজেলা জামায়াতে আমীর আমিনুল ইসলাম, সেক্রেটারী মোয়াজ্জেম হোসেন, সহ-সেক্রেটারী ও সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস খান, রফিকুল ইসলাম ও যুব বিভাগের সভাপতি আব্দুল মালেকসহ দলের বিভিন্ন পার্যায়ের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.