ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ এলাকায় অবস্থিত বুশরা কিন্ডারগার্ডেন ও হাইস্কুলে শনিবার সকালে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সারোয়ার আলম।
সভাপতির বক্তব্যে সারোয়ার আলম জানান, বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের প্রতি তার বিশেষ আগ্রহ রয়েছে। তিনি বলেন, প্রতিবছর এই শিক্ষার্থীদের পুরস্কৃত করবেন এবং টাকার অভাবে পড়াশুনা করতে পারছেন না এমন শিক্ষার্থীদের সহযোগিতা করবেন। এছাড়া শিক্ষার্থীরা যেন পড়াশোনায় মনোযোগী হয়ে উচ্চ শিক্ষার দিকে অগ্রসর হয়, সেই লক্ষ্যে তিনি অভিভাবকদের প্রতি গুরুত্ব দিয়ে অনুরোধ করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বুশরা কিন্ডারগার্ডেন ও হাইস্কুলের পরিচালক শাহাগীর মৃধা, সঞ্চালনা করেন শিক্ষক নাজমুল কবির ইকবাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরীফ উদ্দীন, সরাইল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল করিম, সাংবাদিক আলমগীর মিয়া, মুখলেছুর রহমান, রিমন খান, বাবুল সিকদার ও জাকির হোসেন জিকু প্রমুখ।
অভিভাবক সমাবেশ শেষে সমাজসেবক সারোয়ার আলম বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আর্থিক অনুদান প্রদান করেন। শিক্ষার্থীদের মানসিক ও শিক্ষাজীবনের উন্নয়নে তার এই উদ্যোগ প্রশংসার যোগ্য বলে স্থানীয়রা মনে করছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.