শেরপুর(বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুর-ধুনট সীমান্তে এক বৃদ্ধের রহস্যজনক ও নৃশংস হত্যার ঘটনা ঘটেছে। নিখোঁজের দুই দিন পর শনিবার সকালে সীমাবাড়ি ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে মোঃ নুরুল ইসলাম তালুকদার (৬৮) নামে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে শেরপুর থানা পুলিশ। উদ্ধারকালে তার ডান চোখ উপড়ে ফেলা এবং একটি কান ছেঁড়া অবস্থায় পাওয়া গেছে। নিহত নুরুল ইসলাম ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা।
জানা যায়, গত ২০ নভেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। পরদিন তার ছেলে ইমদাদুল হক ধুনট থানায় সাধারণ ডায়েরি করেন। শনিবার সকালে ধানক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯-এ কল দেন।
মরদেহটি পাওয়া এলাকা দুই উপজেলার সীমান্তবর্তী অংশে অবস্থিত। ধুনট থানার ওসি সাইদুল আলম জানান, ৯৯৯-এর কলের পরে তারা প্রথমে ঘটনাস্থলে যান। পরে এলাকায় শেরপুর থানার ভৌগোলিক সীমানার হওয়ায় মরদেহ উদ্ধারের দায়িত্ব শেরপুর পুলিশকে দেওয়া হয়।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডের মোটিভ বের করতে পুলিশ কাজ করছে এবং এ প্রতিবেদনের সময় পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.