সবিতা রায় প্রেরনা, বিশেষ প্রতিনিধিঃ
আজ মহানায়কের জন্মদিন । মহানায়ক উত্তম কুমার ১৯২৬ সালের ৩ সেপ্টেম্বর কলকাতায় জন্মগ্রহন করেন। তাঁর পূর্বনাম অরুন কুমার চট্টোপাধ্যায়।পিতা সাতকড়ি চট্টোপাধ্যায়,মাতা চপলা দেবী। দৃষ্টিদান ছিল তার প্রথম অভিনীত চলচ্চিত্র। এর পর সাড়ে চুয়াত্তর মুক্তি পাওয়ার পর ভারতীয় চলচ্চিত্রে সফল ভাবে স্থান লাভ করেন। আর ফিরে তাকাতে হয়নি মহানায়ককে।পঞ্চাশ ও ষাটের দশকে চলচ্চিত্র জগতে উত্তম সূচিত্রা জুটির অভিনয় ছিল সবার মুখে মুখে।
উত্তম কুমারের অভিনীত সাগরিকা,হারানো সুর,পথে হল দেরী,চাওয়া পাওয়া,সপ্তপদী, বিপাশা ইত্যাদি উল্লেখযোগ্য। তিনি হিন্দী চলচ্চিত্রেও অভিনয় করেছেন। গানের প্রতিও ছিল অনুরক্ত।নিজেও গান গাইতেন নিজের অভিনীত ছবিতে। হেমন্ত মুখোপাধ্যায়, মান্নাদে, শ্যামল মিত্রের গান খুব পছন্দ করতেন তিনি। পরিচালক হিসেবেও তিনি সফল ছিলেন। কলঙ্কিনী কঙ্কাবতী,বনপলাশীর পদাবলী,শুধু একটি বছর তাঁর নিজ হাতে বানানো চলচ্চিত্র। তিনি ১৯৬১ সালে শ্রেষ্ঠ অভিনেতার পুরষ্কার পান। ১৯৪৮ থেকে ১৯৮০ সাল পর্যন্ত নিরলস কাজ করে গেছেন সুনামের সাথে। শ্রোতা ভক্তকুলকে কাঁদিয়ে ১৯৮০ সালের ২৪ জুলাই পাড়ি জমালেন অনন্ত লোকের পথে।ভারতীয় চলচ্চিত্র হারিয়ে ফেল্ল একজন অভিনেতাকে, ভক্তরা হারিয়ে ফেলেছে একজন মহানায়কে।
আজ মহানায়কের জন্মদিনে নবধারা পরিবারের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা।