মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
ইনসাফভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার নিয়ে বাগেরহাট-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোল্লা মুজিবর রহমান শামীম শনিবার স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। সকাল সাড়ে ১১টায় মোল্লাহাট উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রার্থী মোল্লা মুজিবর রহমান শামীম বলেন, “বেকার সমস্যা নিরসনে বাগেরহাট-১ আসনকে শিল্পায়নের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে এলাকায় টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে, যাতে প্রশিক্ষণপ্রাপ্তরা বিদেশে রফতানি যোগ্য মানবসম্পদে পরিণত হয়ে বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়ক হতে পারে।”
তিনি আরও জানান, নারীর সামগ্রিক উন্নয়নে কার্যকর কর্মসূচি গ্রহণ, মাদকমুক্ত সমাজ গঠন এবং যুব সমাজকে সঠিক পথে এগিয়ে নেয়ার জন্য বিভিন্ন গঠনমূলক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এছাড়া মধুমতি নদীর ভাঙ্গন রোধ, সড়ক যোগাযোগ উন্নয়ন ও সার্বিক অবকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার আশাবাদও ব্যক্ত করেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন সহ-সভাপতি মুফতী জাকির আশরাফী। উপস্থিত ছিলেন সহ-সভাপতি হাফেজ শরিফুল ইসলামসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যান্য নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারী সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন ও পরামর্শ উপস্থাপন করলে প্রার্থী তা মনোযোগ দিয়ে শোনেন এবং ভবিষ্যৎ পরিকল্পনায় এগুলোকে গুরুত্ব দেওয়ার আশ্বাস দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.