Nabadhara
ঢাকাশনিবার , ২২ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জ-১ আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিএনপির সমাবেশ, এক্সপ্রেসওয়ে অবরোধের চেষ্টা রোধ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ২২, ২০২৫ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে শনিবার বেলা ১১টায় শ্রীনগর স্টেডিয়ামে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে নেতাকর্মীরা মিছিল নিয়ে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের ছনবাড়ি এলাকায় অবস্থান নেন। এ সময় কিছু কর্মী মেইন লেনে উঠে যানবাহন চলাচল বন্ধ করে অবরোধের চেষ্টা করলে নেতারা দ্রুত তাদের নিবৃত করেন।

সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির সহসেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মমিন আলী, এবং ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির যুগ্ম সম্পাদক ফরহাদ হোসেন। তারা দলের মনোনয়ন পুনর্বিবেচনা করে ত্যাগী নেতাদের মূল্যায়নের আহ্বান জানান।

উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আওলাদ হোসেন উজ্জ্বল, তাজুল ইসলাম, জসিম মোল্লাসহ অন্যান্য নেতাকর্মীরা।

দুপুর ১টার দিকে নেতাকর্মীরা মিছিলসহ ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের ছনবাড়ি ফ্লাইওভারের নিচে অবস্থান নেন। এ সময় কিছু কর্মী মেইন লেনে উঠে যানবাহন চলাচল বন্ধ করার চেষ্টা করলে মীর সরফত আলী সপু দ্রুত তাদের সরিয়ে নেন।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মোঃ আনিসুর রহমান জানান, “কিছু ব্যক্তি দুই-তিন মিনিটের জন্য এক্সপ্রেসওয়েতে উঠেছিলেন, পরে তাদের নেতৃবৃন্দই সেখান থেকে সরিয়ে নিয়েছেন।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।