মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে শনিবার বেলা ১১টায় শ্রীনগর স্টেডিয়ামে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে নেতাকর্মীরা মিছিল নিয়ে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের ছনবাড়ি এলাকায় অবস্থান নেন। এ সময় কিছু কর্মী মেইন লেনে উঠে যানবাহন চলাচল বন্ধ করে অবরোধের চেষ্টা করলে নেতারা দ্রুত তাদের নিবৃত করেন।
সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির সহসেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মমিন আলী, এবং ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির যুগ্ম সম্পাদক ফরহাদ হোসেন। তারা দলের মনোনয়ন পুনর্বিবেচনা করে ত্যাগী নেতাদের মূল্যায়নের আহ্বান জানান।
উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আওলাদ হোসেন উজ্জ্বল, তাজুল ইসলাম, জসিম মোল্লাসহ অন্যান্য নেতাকর্মীরা।
দুপুর ১টার দিকে নেতাকর্মীরা মিছিলসহ ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের ছনবাড়ি ফ্লাইওভারের নিচে অবস্থান নেন। এ সময় কিছু কর্মী মেইন লেনে উঠে যানবাহন চলাচল বন্ধ করার চেষ্টা করলে মীর সরফত আলী সপু দ্রুত তাদের সরিয়ে নেন।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মোঃ আনিসুর রহমান জানান, “কিছু ব্যক্তি দুই-তিন মিনিটের জন্য এক্সপ্রেসওয়েতে উঠেছিলেন, পরে তাদের নেতৃবৃন্দই সেখান থেকে সরিয়ে নিয়েছেন।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.