Nabadhara
ঢাকাশনিবার , ২২ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

রাতের আঁধারে শীতার্ত অসহায় মানুষের দ্বারে দ্বারে কম্বল বিতরণ করছেন তালার ইউএনও দীপা রাণী সরকার

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি 
নভেম্বর ২২, ২০২৫ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি 

সাতক্ষীরার তালা উপজেলায় রাতের আঁধারে প্রত্যন্ত গ্রাম ও বাজার ঘুরে শীতার্ত, বয়োবৃদ্ধ, প্রতিবন্ধী ও অসহায় দরিদ্র মানুষের ঘরে ঘরে কম্বল পৌঁছে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রাণী সরকার। তার এ মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তেতুলিয়া ইউনিয়নের শিরাশুনী সেতুর বাজার, শুভাশিনী বাজার, নওয়াপাড়া ও কলিয়া গ্রামে অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন তিনি।

শিরাশুনী গ্রামের দরিদ্র ভ্যানচালক জালাল উদ্দিন সরদার, প্রতিবন্ধী আসাদুল, মিজানুর রহমানসহ কম্বল পাওয়া একাধিক ব্যক্তি জানান, প্রতিবছর সরকারি কম্বল আসে শুনেছেন, কিন্তু কখনো হাতে পাননি। এবার ইউএনওর হাত থেকে কম্বল পেয়ে তারা অত্যন্ত খুশি।

স্থানীয় ইউপি সদস্য মতিয়ার রহমান বলেন, “প্রকৃত অসহায়রা অনেক সময় সরকারি সহায়তা পায় না। কিন্তু ইউএনও ম্যাডামের উদ্যোগে এবার তারা সরাসরি ঘরে বসেই সহায়তা পাচ্ছেন।”

তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান এম এম আবুল কালাম আজাদ বলেন, “ইউএনও দীপা রাণী সরকার একজন মানবিক ও হৃদয়বান কর্মকর্তা। তালায় যোগদানের পর থেকেই তিনি মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করছেন। জলাবদ্ধতা সমস্যায় ক্ষতিগ্রস্ত এ ইউনিয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার বলেন, “তালা উপজেলায় শীতের প্রকোপ বাড়ছে। দরিদ্র ও ছিন্নমূল মানুষের কষ্ট কিছুটা লাঘব করতেই আগেভাগে কম্বল বিতরণ শুরু করা হয়েছে। শীত চলে যাওয়ার পর কম্বল বিতরণ করে কোনো লাভ নেই। ডিসি স্যারের নির্দেশনায় প্রতিটি ইউনিয়নে ধারাবাহিকভাবে কম্বল বিতরণ করা হবে।”

তিনি আরও বলেন, “শীতার্ত মানুষের জন্য শুধু সরকারের নয়, সমাজের বিত্তশালীদেরও এগিয়ে আসা উচিত।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।