ফরিদপুর প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি জনগণের ভোট নিয়ে সরকার গঠন করলে নারীদের শিক্ষা ও উন্নয়নের জন্য সকল প্রকার পদক্ষেপ নেবে। তিনি বলেন, আমাদের ম্যানুফেস্টিতে দেয়া হয়েছে ফ্যামিলি কার্ডের কথা। আর এইসব ফ্যামিলি কার্ডগুলো দেয়া হবে পরিবারের মায়েদের নামে। আর সেই কার্ডের মাধ্যমে আপনারা সকল ধরনের সেবা পাবেন। আমরা সকল নারীকে সম্মান দিতে চাই। আগামী নির্বাচনে যদি বিএনপি নির্বাচিত হতে পারে তাহলে নারী সমাজের উন্নয়ন হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নারীদের জন্য সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে তিনি কাজ করছেন।
নগরকান্দা উপজেলা মহিলা দলের উদ্যোগে আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে নগরকান্দা শহিদ আকরামুন নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সভাপতি নার্গিস আক্তার। সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাহমুদা ইসলাম, সাংগঠনিক সম্পাদক সামচুর নাহার রেভা, পৌর মহিলা নেত্রী কানিজ শাহিদা সহ উপজেলা ও পৌর মহিলা দলের বিভিন্ন স্তরের কর্মীরা।
নারী সমাবেশে মাঠজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.