রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনার তেরখাদায় অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী মোরগ লড়াই প্রতিযোগিতা। শনিবার উপজেলা সদরের জয়সেনা বাজারে পশ্চিমপাড়া যুব সংঘের আয়োজনে ঘিরে উৎসুক জনতার ঢল নামে। শিক্ষার্থী, শিশু-কিশোর, তরুণ ও বয়স্ক—সব বয়সী মানুষ ভিড় করেন এই ব্যতিক্রমধর্মী আয়োজনে।
আয়োজনে বিভিন্ন এলাকা থেকে আনা শতাধিক মোরগ লড়াইয়ে অংশ নেয়। সরেজমিনে দেখা যায়, নির্বাচিত দুইটি করে মোরগকে একেক দফায় মাঠে নামানো হয়। কয়েক মিনিট ধরে নানা কৌশলে আঘাত-প্রতিঘাত করে লড়াই চলে। লড়াইয়ের এক পর্যায়ে পরাজিত মোরগ সরে দাঁড়ালে মালিকেরা সেটিকে কোলে তুলে নেন। আর বিজয়ী মোরগকে নিয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন অংশগ্রহণকারীরা।
দর্শনার্থীদের মধ্যে ছিল উৎসবের আমেজ। নানা গ্রাম থেকে ছুটে আসা শতশত মানুষ ঐতিহ্যবাহী এই খেলা দেখতে ভিড় করেন বাজার পাড়ায়। মোরগের তাত্ক্ষণিক কৌশল পরিবর্তন, আক্রমণ-পাল্টা আক্রমণ—সব মিলিয়ে দর্শকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে প্রতিনিয়ত।
স্থানীয়দের ভাষ্য, একসময় গ্রামবাংলার জনপ্রিয় খেলার অন্যতম ছিল মোরগ লড়াই। এখন আর খুব একটা দেখা যায় না; তাই এমন আয়োজন মানুষকে ফিরিয়ে নেয় অতীতের সেই গ্রামীণ বিনোদনে। তারা আরও জানান, অংশ নেওয়া প্রতিটি মোরগই জয়ের জন্য প্রাণপণ চেষ্টা করেছে।
আয়োজকরা বলেন, মানুষের আগ্রহ ও অংশগ্রহণ দেখে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখা হবে।
উল্লেখ্য, বাংলাদেশে এখন তেমন দেখা না গেলেও তুরস্কের জাতীয় খেলা হিসেবে পরিচিত মোরগ লড়াই। ভারত, পাকিস্তান, মিয়ানমার ও জাপানসহ বেশ কয়েকটি দেশেই এখনো এ খেলার প্রচলন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.