মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোর-৫ (মনিরামপুর) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আলহাজ্জ্ব শহীদ মোহাম্মাদ ইকবাল হোসেনকে মনোনীত করার দাবিতে মনিরামপুরে অনুষ্ঠিত হয়েছে স্মরণকালের অন্যতম বৃহৎ প্রচার মিছিল, পথসভা ও শোডাউন। রবিবার বিকেলে মনিরামপুর পৌর শহরজুড়ে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের পদচারণায় উৎসবমুখর হয়ে ওঠে গোটা এলাকা।
বিকাল সাড়ে চারটার দিকে পৌর শহরের গরুহাটা মোড় থেকে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে প্রচার মিছিলটি শুরু হয়। মিছিলটি পৌর এলাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। যদিও পূর্ব ঘোষণায় শুধুমাত্র প্রচার মিছিলের কথা ছিল, তবে বিপুল সংখ্যক নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটি শেষ পর্যন্ত এক বিশাল জনসভায় রূপ নেয়।
পথসভায় বিভিন্ন ইউনিয়ন থেকে বাদ্যযন্ত্রসহ খণ্ড খণ্ড মিছিল যোগ দিতে থাকে। নারী-পুরুষসহ নানা বয়সী মানুষ ধানের শীষের পক্ষে শ্লোগান দিতে দিতে সমবেত হন। উপস্থিত নেতাকর্মীরা দাবি জানান—দীর্ঘদিন মাঠে থাকা, দলের প্রতি অনুগত ও ত্যাগী নেতা শহীদ ইকবালকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করতে হবে।
পথসভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই, উপজেলা বিএনপির সহসভাপতি মফিজুর রহমান মফিজ, অ্যাডভোকেট মকবুল ইসলাম, গাজী আব্দুর সাত্তার, খান আক্তার হোসেন, যুগ্ম সম্পাদক নাজমুল হক লিটন, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, সদর ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক, পৌর সহসভাপতি সন্তোষ স্বর, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুক্তার হোসেন, আইয়ুব আলীসহ যুবদল, ছাত্রদল ও মহিলা দলের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “শহীদ ইকবাল হচ্ছেন ত্যাগী, সৎ ও জনবান্ধব নেতা। দলের দুঃসময়ে তিনি ছিলেন রাজপথে, ছিলেন মানুষের পাশে। তাই ধানের শীষের প্রকৃত প্রার্থী তিনিই।”
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, মনোনয়ন ঘোষণায় যদি শহীদ ইকবালের নাম না আসে, তবে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই কঠিন হয়ে পড়বে বলে তারা মনে করেন। এসময় তারা দলের হাইকমান্ডের প্রতি আহ্বান জানান, স্থানীয় মানুষের আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়ে তাকে প্রার্থী ঘোষণা করতে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.