মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দা উপজেলায় তিনটি ভটভটি থেকে ৬০ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার ভারশোঁ বাজারের পাশ থেকে স্থানীয়দের সহায়তায় এসব সার জব্দ করা হয়।
কৃষি অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মান্দার দেলুয়াবাড়ি বাজারের তিনজন ডিলারের কাছ থেকে ২০ বস্তা টিএসপি ও ৪০ বস্তা এমওপি সার কেনা হয়। পরে পলিথিন দিয়ে ঢেকে তিনটি ভটভটিতে করে সেগুলো রাজশাহীর তানোর উপজেলার তালন্দ বাজারে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে দেলুয়াবাড়ি–চৌবাড়িয়া সড়কের মাঝামাঝি ভারশোঁ বাজারের পাশে স্থানীয়দের সন্দেহ হলে তারা ভটভটিগুলো আটকে চালকদের জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে সারগুলো বাইরের উপজেলার কৃষকদের কাছে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা যায়।
ঘটনা জানাজানি হলে স্থানীয়দের ক্ষোভ ছড়িয়ে পড়ে। এ সময় টহলরত সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পরে মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ ও উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে সারগুলো জব্দ করেন। তবে সারের মালিকদের কাউকে পাওয়া যায়নি।
কৃষকদের অভিযোগ, স্থানীয় ডিলাররা প্রকৃত কৃষকদের চাহিদা অনুযায়ী সার দেন না। বরং অতিরিক্ত দামে কালোবাজারে বাইরের এলাকার কৃষকদের কাছে বিক্রি করছেন। কৃষি অফিসের যথাযথ নজরদারি না থাকায় এ ধরনের অনিয়ম বাড়ছে বলেও অভিযোগ করেন তারা।
মান্দা উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন, “সারগুলো দেলুয়াবাড়ি বাজারের তিন ডিলারের কাছ থেকে বাইরের উপজেলার কৃষকরা কিনেছিলেন বলে জানতে পেরেছি। তবে ঘটনাস্থলে কোনো ক্রেতা উপস্থিত ছিলেন না।”
জব্দ করা সার কুসুম্বা ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে। সেগুলো ন্যায্যমূল্যে স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.