Nabadhara
ঢাকাসোমবার , ২৪ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে বিরোধপূর্ণ সম্পত্তি উদ্ধারের দাবিতে মানববন্ধন, হুমকির মুখে ভুক্তভোগী পরিবার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
নভেম্বর ২৪, ২০২৫ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মধুপুর বাজারে দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক পরিবারের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। আদালতের রায় নিজেদের পক্ষে থাকার পরও প্রতিপক্ষ জোরপূর্বক সম্পত্তি দখলের চেষ্টা এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। এ পরিস্থিতিতে জীবনের নিরাপত্তা ও পৈতৃক সম্পত্তি উদ্ধার দাবিতে সোমবার (২৪ নভেম্বর) দুপুরে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মানববন্ধন করেছে পরিবারটি।

ভুক্তভোগী আব্দুল মান্নান ওরফে মন্নাছ (৫৬) জানান, তাঁর পৈতৃক সম্পত্তি নিয়ে আব্দুল লতিফ ভূইয়ার ছেলে জামাল ভূইয়ার সঙ্গে দীর্ঘদিনের বিরোধ চলে আসছে। ২০২১ সালে জামাল ভূইয়া ঈশ্বরগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করেছিলেন। তবে আদালত আবেদন খারিজ করে মান্নানের পক্ষেই রায় দেন।

মান্নান বলেন, “রায়ের পরও আমার পৈতৃক সম্পত্তি বেদখল করার চেষ্টা চলছে। নান্দাইল থেকে আশরাফ উদ্দিন আকন্দ, মতি মিয়াসহ আরও কয়েকজন এসে প্রতিনিয়ত ভয়ভীতি প্রদর্শন করছে এবং মেরে ফেলবে বলে হুমকি দিচ্ছে। তাদের কারণে আমরা চরম নিরাপত্তাহীনতায় আছি।”

ভুক্তভোগী পক্ষ জানায়, বিষয়টি নিয়ে গত ৪ নভেম্বর ঈশ্বরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও প্রতিপক্ষের ভীতি প্রদর্শন বন্ধ হয়নি।

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী বলেন, বারবার জমিতে জোরপূর্বক প্রবেশের চেষ্টা চলছে এবং প্রতিবাদ করলেই হামলা ও হুমকির ঘটনা ঘটছে। জনপ্রতিনিধিদের মাধ্যমে সমাধানের প্রয়াস ব্যর্থ হওয়ায় বাধ্য হয়ে পরিবারটিকে রাস্তায় নামতে হয়েছে।

তারা ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জমি বিরোধের স্থায়ী সমাধানে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন, যাতে এলাকায় কোনো ধরনের আইনশৃঙ্খলার অবনতি না ঘটে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, “মানববন্ধনের বিষয়টি আমাদের নজরে এসেছে। একজন বিট অফিসারকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।