আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী শিশু ও কিশোর-কিশোরীদের শিক্ষাগত ও ব্যক্তিগত উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষা সহায়ক উপকরণ ও ডিগনিটি কিটস বিতরণ করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ চত্বরে লিনিয়েলা ফন্ডস নেদারল্যান্ডস-এর অর্থায়ন এবং সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)-এর কারিগরি সহযোগিতায় আইডিয়াল বাস্তবায়িত ম্যাপ ইন সিবিআর প্রকল্পের আওতায় এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। আইডিয়াল-এর পরিচালক ডা. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসি (ল্যান্ড) মো. ফয়সাল আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার বর্মন, সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল, বুধহাটা ইউপি চেয়ারম্যান প্রভাষক মাহবুবুল হক ডাবলু, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বকর সিদ্দিক এবং আশাশুনি ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি প্রশাসনিক কর্মকর্তা প্রভাষ চন্দ্র মন্ডল।
এছাড়া ব্র্যাক, বারসিক, উত্তরণ, ইএসডিও, বাংলাদেশ ন্যাজারীন মিশন, উন্নয়ন, সীমান্ত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, সাস ও ব্রেকিং দ্য সাইলেন্সসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৭৫ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে স্কুল ব্যাগ, ছাতা, টিফিন বক্স, খাতা, কলম, পেন্সিল, রাবার, কাটার, পেন্সিল বক্স ও জ্যামিতি বক্সসহ বিভিন্ন শিক্ষা সহায়ক উপকরণ প্রদান করা হয়। এতে শিক্ষার্থীদের শিক্ষায় প্রবেশাধিকার বৃদ্ধি, নিয়মিত স্কুলে উপস্থিতি নিশ্চিত, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং শিক্ষাগত বৈষম্য হ্রাসে সহায়তা করবে বলে আয়োজকরা জানান।
অন্যদিকে, ৮০ জন প্রতিবন্ধী কিশোরীকে ডিগনিটি কিটস হিসেবে বালতি, মগ, স্যানিটারি ন্যাপকিন, সাবান, তোয়ালে, নখ কাটার, চিরুনি, অ্যান্টিসেপটিক লিকুইড এবং প্রয়োজনীয় ব্যবহারবিধিসহ বিভিন্ন স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়। এতে ব্যক্তিগত পরিচ্ছন্নতা রক্ষা, স্বাস্থ্যঝুঁকি হ্রাস এবং পিরিয়ড সংক্রান্ত সচেতনতা বাড়ানোর পাশাপাশি স্কুল ড্রপআউট কমাতে সহায়ক ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানান।
প্রকল্প ফোকাল এস এম মিজানুর রহমান অতিথিদের দিকনির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠান পরিচালনা করেন ফিল্ড ট্রেইনার মো. আফতাবুর জামান। সহযোগিতায় ছিলেন সিবিআর কর্মী সুব্রত বাছাড়, করবী স্বর্ণকার, শেখ ইউসুফ আলী, লিটন দাশ, সাইজুল ইসলাম, লিটন মণ্ডলসহ প্রকল্পের অন্যান্য কর্মীবৃন্দ।

