ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনায় কুষ্টিয়ার ভেড়ামারায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম।
এসময় উপস্থিত ছিলেন ভেড়ামারা পৌর বিএনপির সভাপতি আবু দাউদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জানবার হোসেন, জুনিয়াদহ ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ আবুল বিশ্বাস, মোকারিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রব, বাহিরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ধরমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল সরকার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও রেলবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শামীম রেজা শামীম, বিএনপি নেতা রোকোনুজ্জামান রোকন, আনোয়ারুল আজিম বাবু, মজিবুর রহমান বাবু মন্ডলসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম বলেন, “দেশে বারবার গণতন্ত্র হত্যা করা হয়েছে। বেগম খালেদা জিয়া গণতন্ত্র ফিরিয়ে আনতে আজীবন সংগ্রাম করে গেছেন। তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। তাঁর অসুস্থতার কারণে দেশবাসী ব্যথিত। আমরা তাঁর সুস্থতা কামনা করি।”
তিনি আরও বলেন, “১৮ কোটি মানুষের নিরাপদ বাংলাদেশ গড়তে যে ৩১ দফার রূপরেখা ঘোষণা করা হয়েছে, তার নেতৃত্বে বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন—এ কামনা করছি।”

