হোসাইন মোহাম্মদ দিদার,দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
জাতীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, নির্বাচনের হাওয়া বইছে দেশে। আপনারা নির্বাচনের জন্য প্রস্তুতি হোন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেনকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করতে কাজ করুন।
সোমবার (২৪ নভেম্বর) সকালে দাউদকান্দি পৌরসভা ৮ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেনের মৃত্যুতে এক স্মরণ সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপি করার অপরাধে কারানির্যাতিত হয়েছে। তাদের পাশে বিএনপি থাকবে। শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে আমরা কাজ করবো।
ড. মারুফ বলেন, সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ওনার শারীরিক সুস্থতার জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ যেন ওনাকে দ্রুত সুস্থ করে দেন।
পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন, পৌর বিএনপির সদস্য সচিব কাউসার আলম সরকার, পৌর বিএনপি সিনিয়র সহ-সভাপতি শওগাত চৌধুরী পিটার, যুগ্ম-আহ্বায়ক কাউন্সিলর সালাউদ্দিন, কাউন্সিলর মোস্তাক সরকার, পৌর যুবদলের আহ্বায়ক শরীফ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ও দাউদকান্দি উপজেলা বিআরডিবির চেয়ারম্যান গোলাম মহিউদ্দীন তালুকদার, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব রোমান খন্দকার,
আলোচনা সভা শেষে যুবদল নেতা মরহুম কামাল হোসেনসহ বিগত দিনে বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের প্রয়াত নেতা-কর্মীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.