একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ ৪ সংসদীয় আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী আবুল মুনসুর মোহাম্মদ শওগত সমর্থনে
সদর উপজেলা মোহনপুর ইউনিয়ন পৈন্দা বাজারে মোহনপুর ইউনিয়ন জাতীয়বাদী দল বিএনপির আয়োজনে উঠান বৈঠক লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় উঠান বৈঠকে মোহনপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড সভাপতি রজব আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল মুনসুর মোহাম্মদ শওকত বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে আমরা কাজ করে যাচ্ছি।
তিনি বলেন, বিএনপি’ই এদেশে নারীদের ভাগ্যোন্নয়নে প্রথম কাজ শুরু করে। আগামী নির্বাচনে ধানের শীষ যেই মনোনয়ন পাবে তাকে বিজয়ের মাধ্যমে তার ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। মনোনয়ন প্রত্যাশী শওকত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে উঠান বৈঠকে উপস্থিত সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
ধানের শীষে ভোট দিলে জনগণের মাঝে ফ্যমিলি কার্ড, ফারমার্স কার্ড প্রদান করা হবে। উন্নত লেখাপড়া সহ বিএনপির ৩১ দফার বিষয়বস্তুর আলোকে দেশ পরিচালনার বিষয়ে লিফলেট বিতরন করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সেলিম উদ্দিন ভুট্টো।
এ ছাড়াও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, কৃষকদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

