Nabadhara
ঢাকাসোমবার , ২৪ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহি কমিটিকে এনসিপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

সাতক্ষীরা প্রতিনিধি
নভেম্বর ২৪, ২০২৫ ১০:০৭ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা প্রেসক্লাবের নবগঠিত  কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন এনসিপি’র নেতৃবৃন্দরা।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে শুভেচ্ছা বিনিময়কালে এনসিপির সাতক্ষীরা জেলার প্রধান সমন্বয়ক কামরুজ্জামান বুলু বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তাঁরা সমাজের তথা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন।

এৗতিহ্যবাহী সাতক্ষীরা প্রেসক্লাবের নবগঠিত সভাপতি-সম্পাদকসহ সকল সাংবাদিকের পাশে এনসিপির নেতৃবৃন্দরা থাকবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে তিনি আরো বলেন, এনসিপি একটি নতুন রাজনৈতিক দল। চলার পথে ভুল হলে সাংবাদিকরা যেন সেটা শুধরে দেন।

একই সাথে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এসময় এনসিপির যুগ্ম সমন্বয়ক আলহাজ¦ শেখ আহছান উল্লাহসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বিনমিয়কালে প্রেসক্লাবের পক্ষ থেকেও এনসিপির  সকল ন্যায় কাজের সহযোগিতা করার আশ্বাস প্রদান করা হয়।

শুভেচ্ছা বিনিময়ের সময় সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি, এম মনিরুল ইসলাম মিনি,  সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাইদ বিশ্বাস, সাহিত্য-সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু,  নির্বাহী সদস্য আবু নাসের মোঃ আবু সাঈদ, এম জিললুর রহমান, সদস্য এস,এম রেজাউল ইসলাম, আব্দুল আলিম, জাকিরুল ইসলাম শরীফসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।