আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ফলিয়া মণ্ডল বাড়ীতে অপ্রত্যাশিত অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘরগুলোর পুনর্নির্মাণে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের নিকট ঢেউটিন বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (২৪ নভেম্বর ২০২৫) সকালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঢেউটিন হস্তান্তর করেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাসেল ইকবাল। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাগর হোসেন সৈকতসহ স্থানীয় জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
ইউএনও রাসেল ইকবাল বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মানবিক সংকটে পড়েছে। তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। ঘর পুনর্নির্মাণে সরকারি সব সহযোগিতা দেওয়া হবে।
পিআইও সাগর হোসেন সৈকত বলেন,ক্ষতিগ্রস্ত বাড়ির কাঠামো পুনর্গঠনে পর্যায়ক্রমে সহযোগিতা দেওয়া হচ্ছে। কেউ যেন আশ্রয়হীন না থাকে সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে স্থানীয় বাসিন্দারা উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.