Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত-১, আহত ৫

স্টাফ রিপোর্টার নড়াইল
নভেম্বর ২৫, ২০২৫ ১১:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার নড়াইল

নড়াইলের নড়াগাতী থানার যোগানিয়া গ্রামে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ইমদাদুল শেখ (৩৬) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরও ৫ জন।

সোমবার (২৪নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে যোগানিয়া বাজারের আমতলা মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ইমদাদুল শেখ নড়াগাতী থানার ডুমুরিয়া গ্রামের সিরাজুল শেখের ছেলে। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে,নাম পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,নড়াগাতী থানার বাঐসোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চুন্নু শেখের সাথে একই গ্রামের নূর শিকদারের মধ্যে দীর্ঘ দিন যাবত ধরে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এঘটনার জের ধরে সোমবার রাত সাড়ে ৭টার দিকে যোগানিয়া বাজারের আমতলা মোড়ে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এসময় চেয়ারম্যানের পক্ষের লোকজনের ধারালো অস্ত্রের কোপে ঘটনা স্থলেই ইমদাদুল শেখ নামে এক যুবক নিহত হয়। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

নড়াগাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.আশিকুর রহমান মঙ্গলবার (২৫নভেম্বর) সকালে বলেন, নিহতের মরদেহ রাতেই উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল আধনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। তবে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।