Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ট্রাকের ধাক্কায় নড়াইলে ভ্যানচালক নিহত

স্টাফ রিপোর্টার নড়াইল
নভেম্বর ২৫, ২০২৫ ১১:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার নড়াইল

নড়াইলের নওয়াপাড়া-নড়াইলে সড়কে ট্রাকের ধাক্কায় আকবার মোল্যা (৬৮) নামে একজন অটোভ্যান চালক নিহত হয়েছেন। সোমবার (২৪নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নড়াইল সদর উপজেলার গোবরা মিত্র কলেজের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আকবার মোল্যা উপজেলার সিঙ্গোশোলপুর ইউনিয়নের চুনখোলা গ্রামের মৃত মকসেদ মোল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে যশোরের নওয়াপাড়া থেকে একটি ট্রাক নড়াইল শহরের দিকে যাচ্ছিলো। প্রতিমধ্যে গোবরা মিত্র কলেজের সামনে পৌছালে নিহত অটোভ্যান চালক আকবার মোল্যা তার চালিত ভ্যান নিয়ে মূল সড়কে উঠছিলেন। এসময় ট্রাকটির ধাক্কায় অটোভ্যান চালক আকরাম মোল্যা গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শরীফ মোঃ হাসান ফেরদৌস পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজেদুল ইসলাম মঙ্গলবার(২৫নভেম্বর) সকালে বলেন,সড়ক দুর্ঘটনার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়ে ছিল। তবে আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।