নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী-০৪ (সদর-সুবর্ণচর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানের বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে দৈনিক মানবকণ্ঠ পত্রিকার নোয়াখালী জেলা প্রতিনিধি অধ্যাপক লিয়াকত আলী খান পদত্যাগ করেছেন। সোমবার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক খুদেবার্তায় তিনি পদত্যাগের ঘোষণা দেন।
২৪ নভেম্বর মানবকণ্ঠ অনলাইন সংস্করণে “অসুস্থ শাহজাহানকে নিয়ে নোয়াখালী বিএনপির অস্বস্তি, প্রার্থী পরিবর্তনের দাবি” শিরোনামে একটি খবর প্রকাশিত হলে নোয়াখালীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ও প্রতিবাদের ঝড় ওঠে। অভিযোগ করা হয়—প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট জেলা প্রতিনিধিকে বিষয়টি জানানো হয়নি।
সংবাদ প্রকাশের পর জেলা প্রতিনিধি লিয়াকত আলী খান প্রতিবাদ জানালে মানবকণ্ঠ কর্তৃপক্ষ বিষয়টি পর্যালোচনা করে সংশ্লিষ্ট সংবাদটি ওয়েবসাইট থেকে সরিয়ে নেয় এবং অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখ প্রকাশ করে। পাঠকদের কাছেও দুঃখ প্রকাশ করে পত্রিকাটি।
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে বিএনপি মনোনীত প্রার্থী মো. শাহজাহান বলেন, “কোনো দায়িত্বশীল গণমাধ্যম এমন কাজ করতে পারে না। সংবাদ প্রকাশের আগে বস্তুনিষ্ঠতা যাচাই করা অত্যন্ত জরুরি। তবে যেহেতু পত্রিকা কর্তৃপক্ষ ভুল স্বীকার করে সংবাদটি সরিয়ে নিয়েছে এবং দুঃখ প্রকাশ করেছে, তাই আমার আর কোনো অভিযোগ নেই।”
এদিকে পদত্যাগের কারণ জানিয়ে অধ্যাপক লিয়াকত আলী খান বলেন, “কোনো নিউজ প্রকাশের আগে এলাকায় দায়িত্বে থাকা প্রতিনিধির সঙ্গে কথা বলা অবশ্যই প্রয়োজন। কিন্তু মানবকণ্ঠ অফিস তা করেনি। নির্বাচনী সময়ে এমন সংবেদনশীল ও ভিত্তিহীন সংবাদ প্রকাশে আমি স্থানীয়ভাবে বিব্রত হয়েছি। এটি আমার আত্মসম্মানে আঘাত করেছে। তাই আমি পত্রিকা হাউস থেকে পদত্যাগ করেছি।”

