স্টাফ রিপোর্টার নড়াইল
নড়াইলের লোহাগড়ায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫নভেম্বর) উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন নড়াইল জেলা মহিলা বিষয়ক উপপরিচালক মৌসুমী রানী মজুমদার।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুন। সভায় আরোও বক্তব্য রাখেন,লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস.এম. হায়াতুজ্জামান,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামান,উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ সেলিম রেজা,উপজেলা তথ্য কর্মকর্তা তানিয়া খানম প্রমুখ।
পিঠা উৎসবে উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্য,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও সুধীজন অংশ নেন। উৎসবে ১০টি স্টলে অংশগ্রহণকারীরা নিজেদের তৈরি দুধপুলি,তক্তি,নকশি পিঠা, পাতা পিঠা, ফুলপিঠা, পাটি সাপটা, দুধ চিতই, ভাপা পিঠা, তালপিঠা, চিতইসহ অন্তত ৩০ প্রকারের পিঠার পরশা সাজিয়ে বসেছিলেন। এর পাশাপাশি আচার,পায়েস, হাতে তৈরি পোশাক ও রূপচর্চার পণ্যও প্রদর্শন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.