কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ খেলাফত মজলিস কটিয়াদী উপজেলা কর্তৃক আয়োজিত গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) কটিয়াদী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ‘জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি, গণভোট ও নির্বাচনকালীন লেবেল প্লেয়িং ফিল্ডের দাবি এবং খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে’ গণ সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা তাফাজ্জুল হক রাশেদী আমির, বাংলাদেশ খেলাফত মজলিস কটিয়াদী উপজেলা শাখা।প্রধান অতিথির বক্তব্য রাখেন আল্লামা মামুনুল হক। আমির, বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটি। বিশেষ অতিথি ছিলেন মাওলানা আতাউল্লাহ আমিন। যুগ্ন মহাসচিব, বাংলাদেশ খেলাফত মজলিস। মাওলানা হেদায়েতুল্লাহ হাদী সাংগঠনিক। সম্পাদক, বাংলাদেশ খেলাফত মজলিস। মাওলানা ফজলুর রহমান বায়তুল মাল সম্পাদক, বাংলাদেশ খেলাফত মজলিস। মাওলানা মোহাম্মদ আলী। নির্বাহী সদস্য, বাংলাদেশ খেলাফত মজলিস।
প্রধান বক্তা মাওলানা শফিকুল ইসলাম রুহানি বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কিশোরগঞ্জ ২ (কটিয়াদী পাকুন্দিয়া) এ সময় আরো উপস্থিত ছিলেন মাওলানা নাজমুল ইসলাম ফারুকী সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখা। মোজাম্মেল হক জোয়ারদার।
আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলা শাখা। আল্লাহ মামুনুল হক তার বক্তব্যে বলেন ৪৭ এ দেশ ভাগ হয়েছিল ইসলামী রাষ্ট্র এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের ভিত্তি কিন্তু অনাকাঙ্খিত ভাবে সেটি বাস্তবায়িত হয়নি। একাত্তরে বাংলার মানুষ জীবন দিয়েছে শোষন মুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এবং এবং ২৪ শে ছাত্র জনতা জীবন দিয়েছে শাহাদাতবরণ করেছে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য।

