পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে একটি মাদক মামলায় ১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মামলায় বাকি দুই আসামীকে আলাদা আলাদা সাজা দিয়েছে আদালত। আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান এর আদালতে এ রায় দেন।
আসামী শারমীন আক্তার কে যাবজ্জীবন কারাদণ্ড অনাদায় বিশ হাজার টাকা জরিমান, মেহেদী হাসান মুন্না কে ১ বছর ৯ মাসের কারাদণ্ড অনাদায় ৩ হাজার টাকা জরিমান, ইকতার জাহান তিশাকে ১ বছর ৬ মাসের কারাদন্ড অনাদায় ২ হাজার টাকা জরিমানা করেন আদালত।
দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন শারমীন আক্তার (৪৫), কাউখালী উপজেল শিয়ালকাঠি গ্রামের মোঃ খলিলুর রহমানের স্ত্রী। মোঃ মেহেদী হাসান মুন্না(১৯) একই এলাকার মোঃ খলিলুর রহমানের পুত্র। ইকতার জাহান তিশা(২২) একই এলাকার শহিদুল্লাহ গাজীর স্ত্রী। তারা সবাই একই পরিবারের সদস্য।
মামলা সূত্রে জানা যায় ২০২২ সালের ০২ ফেব্রুয়ারি কাউখালী উপজেলা শিয়ালকাঠি এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে ৮ হাজার ৫০০ পিচ ইয়াবা ও ২ লাখ ৪ হাজার ৫০০ টাকা সহ ০৩ জন আসামী কে আটক। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বদরুল হাসান বাদী হয়ে ২০২২ সালের ১৩ ফেব্রুয়ারি বাদি হয়ে একটি মাদক মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত একজনকে যাবজ্জীবন কারাদণ্ড সহ দুইজনকে দন্ডাদেশ দেন। রায় প্রদান কালে ৩ আসামী আদালতে হাজির ছিলেন।
পাবলিক পসিকিউটর আবুল কালাম আকন জানান, একটি মাদক মামলায় প্রধান আসামী মোঃ শারমীন আক্তার (৪৫) কে যাবজ্জীবন কারাদণ্ড অনাদায় বিশ হাজার টাকা জরিমানা করেন। বাকি দুই আসামিকে আলাদা আলাদা দন্ডাদেশ দেন। একজন আসামিকে খালাস প্রদান করেন। আদালতের এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.