সাতক্ষীরা প্রতিনিধি
আগুন কেড়ে নিলো সাতক্ষীরার এক মেধাবী ছাত্রীর ডাক্তার হওয়ার স্বপ্ন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৪ নভেম্বর) তার মৃত্যু হয়েছে।
এর আগে গত মঙ্গলবার (১৮ নভেম্বর) গ্যাসের চুলায় ডিম সিদ্ধ করার সময় গায়ের ওড়নায় আগুন লেগে তিনি অগ্নিদগ্ধ হন।
নিহত শিক্ষার্থীর নাম সাবরিন শারমিন অর্পা (১৯)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার লাবসা গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।
নিহতের পালক পিতা লাবসা গ্রামের একলাছুর রহমান জানান, অর্পা খুলনার মর্ডান মোড় এলাকার একটি নারী হোস্টেলে থেকে ডিএমসি কোচিং সেন্টারে মেডিকেল ভর্তি কোচিং করছিলো। গত মঙ্গলবার বেলা ১২ টার দিকে হোস্টেলের গ্যাসের চুলায় ডিম সিদ্ধ করে দুই হাত দিয়ে কড়াই ধরে উঠানোর সময় তার গায়ের ওড়নায় আগুন ধরে যায়। এসময় রুম মেটরা তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। পরে অবস্থার অবনতি হতে থাকলে আমরা তাকে সেখান থেকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করাই। দুদিন আগে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। পরে সোমবার বেলা ১২ টার দিকে মারা যায় অর্পা।
আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) বাদ জোহর নামাজে জানাজা শেষে লাবসা গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.