স্টাফ রিপোর্টার, ভোলা
ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক বাংলার কণ্ঠ–এর সম্পাদক এবং দক্ষিণাঞ্চলের প্রথিতযশা সাংবাদিক এম. হাবিবুর রহমানের জানাজা মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজার আগে বীর মুক্তিযোদ্ধা হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামানের উপস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
জানাজা শেষে জেলার বড় মসজিদ প্রাঙ্গনে মরহুমকে দাফন করা হয়। সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীর পিজি হাসপাতালে ঠান্ডাজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
দীর্ঘ চার দশক সাংবাদিকতা পেশায় যুক্ত থাকা এম. হাবিবুর রহমান নয়বার ভোলা প্রেসক্লাবের সভাপতি এবং আটবার সম্পাদক নির্বাচিত হয়ে প্রায় ৩০ বছর দায়িত্ব পালন করেন। ১৯৭০ সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ের চিত্র প্রথম পূর্বদেশ পত্রিকায় প্রকাশ এবং ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর টর্চার সেলের ছবি ধারণ করে প্রকাশ করার জন্য তিনি একাধিক রাষ্ট্রীয় পুরস্কার লাভ করেন।
জানাজার পূর্বে মরহুমের মরদেহ কিছুক্ষণ জন্য ভোলা প্রেসক্লাব চত্বরে রাখা হলে সহকর্মী সাংবাদিকরা তাকে ফুল দিয়ে আন্তরিক শ্রদ্ধা জানান। দৈনিক বাংলার কণ্ঠ পরিবারের সাংবাদিকরাও ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
জানাজার স্মরণ সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন—উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, জেলা বিএনপির সদস্য সচিব মো. রাইসুল আলম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সফিউর রহমান কিরণ, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) সম্পাদক মোতাছিন বিল্লাহ, ইসলামী আন্দোলনের সেক্রেটারি তরিকুল ইসলাম তারেক, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মাফুজুর রহমান, তজুমদ্দিন উপজেলার সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম. ফারুকুর রহমান, সাবেক সভাপতি মো. আবু তাহের, দৈনিক আজকের ভোলা সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, সাবেক সম্পাদক অমিতাভ অপু, প্রেসক্লাব আহ্বায়ক এডভোকেট ড. আমিরুল ইসলাম বাসেত, জেলা সুজন সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী, দুদকের পিপি এডভোকেট সাহাদাত হোসেন শাহিন, ভোলা থিয়েটারের সভাপতি নাসির লিটন, ঈমাম সমিতির সভাপতি মাওলানা বেলায়েত হোসেন, আঞ্জুমান মফিদুল ইসলামের দাফন–কাফন বিভাগের সম্পাদক খন্দকার বনি আমিন এবং মরহুমের ছেলে মাছরাঙা টিভির প্রতিনিধি হাসিব রহমানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
জানাজার নামাজে ইমামতি করেন বকুলতলা মসজিদের ইমাম মাওলানা মীর বেলায়েত হোসেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.