যশোর প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থানে আলোচনায় আসা যশোরের অন্যতম ছাত্রনেতা রাশেদ খান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনীত হতে চান। সে লক্ষ্যেই তিনি কাস্তে মার্কার মনোনয়ন আবেদন ফরম সংগ্রহ করেছেন।
সোমবার ঢাকায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)'র কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনে নির্বাচনী দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতারা রাশেদ খানের হাতে মনোনয়ন ফরম তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন পার্টির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন।
মাত্র ২৯ বছর বয়সেই রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখা রাশেদ খান যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) রসায়ন বিভাগে ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী ছিলেন এবং স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন যবিপ্রবি সংসদের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের সাবেক আহ্বায়ক ছিলেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.