স্টাফ রিপোর্টার, চিতলমারী
চিতলমারীতে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩,০৫০ কৃষককে বিনামূল্যে হাইব্রিড ধান বীজ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি দপ্তর থেকে এ বীজ বিতরণ করা হয়। ইউএনও মোঃ সাজ্জাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সার ও বীজ বিতরণ করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সিফাত-আল-মারুফ জানান, উপজেলার ৭টি ইউনিয়নে ২০২৫-২৬ অর্থ বছরের চলতি বোরো মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক ৩,০৫০ জন চাষিকে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে হাইব্রিড এসএল-৮এইচ জাতের ধান বীজ দেওয়া হয়েছে। এ মৌসুমে এ উপজেলায় ২৯,৯৪৩.৮১ একর জমিতে বোরো ধান আবাদ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আহমেদ ইকবাল, উপজেলা প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.