হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
“দেশ ও জাতির স্বার্থে কারো সাথে আপোষ করবো না। এবার বাংলাদেশের মানুষ ইসলামের বিজয় দেখবে। বাংলার মানুষ জাগ্রত হবে”—বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা শাখার উদ্যোগে নতুন বাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবুল কালাম ফারুকীর সভাপতিত্বে গণসমাবেশে বক্তব্য রাখেন—কিশোরগঞ্জ-১ আসনের খেলাফত মজলিস মনোনীত এমপি প্রার্থী মুফতি হেদায়েতুল্লাহ হাদী, জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল করিম, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা উসমান গনি, হোসেনপুর উপজেলা জামায়াতের আমীর মো. আমিনুল হক এবং উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা কারিমুল্লাহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মামুনুল হক আরও বলেন, “জুলাই সনদ বাস্তবায়নে হ্যাঁ ভোট দিতে হবে। ফ্যাসিবাদ বন্ধ করতে হবে। এ দেশে ভারতীয় আধিপত্য চলবে না। বাংলাদেশকে কারও কাছে আর ইজারা দেবো না।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.