সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের কাজিপুরে দুর্ঘটনা রোধ এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজিপুর-সিরাজগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মেঘাই পুরাতন বাজারে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালতের নেতৃত্ব দেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান এবং সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা জাহান সুমাইয়া। এসময় সড়ক পরিবহন আইন ২০১৮-এর বিভিন্ন ধারার অধীনে দুইটি অভিযানে ৮টি মামলায় মোট ১২,৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উল্লেখ্য, গত কয়েকদিনে এই রোডে কয়েকটি বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে, যার ফলে চারজন নিহত এবং অনেকে আহত হয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, “এই সড়কে বেপরোয়া যানবাহন এবং কাগজপত্রবিহীন গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করতে অভিযান অব্যাহত থাকবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.