Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে তরুণদের জন্য ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা

নরসিংদী প্রতিনিধি
নভেম্বর ২৫, ২০২৫ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী জেলা তথ্য অফিসের উদ্যোগে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুজন চন্দ্র সরকার এবং সিভিল সার্জন ডা. সৈয়দ মো. আমিরুল হক শামীম।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান। জেলা তথ্য অফিসার মো. ওবাইদুল কবির মোল্লা স্বাগত বক্তব্য প্রদান করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন তার বক্তব্যে বলেন, “তরুণ প্রজন্মের সৎ নেতৃত্ব, মাদকমুক্ত জীবন ও দায়িত্বশীল আচরণই পরিবার, সমাজ, দেশ ও পৃথিবীকে বদলে দিতে পারে। প্রত্যেকে যদি নিজের অবস্থান থেকে দায়িত্ব পালন করে, তাহলে উন্নত বাংলাদেশ গঠনে বড় অগ্রগতি সম্ভব।”

সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং জেলার স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানটি তরুণদের মধ্যে উদ্দীপনা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।