আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের নির্বাচনী প্রচারণা ও পথসভা মঙ্গলবার (২৫ নভেম্বর) কাদাকাটিতে অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী অনুষ্ঠানে সকাল ১১টায় কাদাকাটি হলদেপোতায় মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। সমাবেশে ইউনিয়ন আমির মাওঃ আবু বক্কার সিদ্দিক সভাপতিত্ব করেন এবং সেক্রেটারি আলী হায়দার সঞ্চালনা করেন। বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কার সিদ্দিক।
বিকেল ৩টায় কাদাকাটি মিত্রতেঁতুলিয়া থেকে শুরু হয়ে মোটরসাইকেল শোডাউন হলদেপোতা, খেজুরডাঙ্গা, গাবতলা, কাটাখালী, বৈরমপুর, তেঁতুলিয়া বাজার, টেকারামচন্দ্রপুর, বলাবুনিয়া ও শাহনগর সড়ক প্রদক্ষিণ করে যদুয়ারডাঙ্গায় শেষ হয়।
বিকেল ৪টায় যদুয়ারডাঙ্গা বাজারে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রবিউল বাশার। সভায় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কার, সেক্রেটারি মাওঃ আব্দুল গাফফার, উপজেলা নায়েবে আমির মাওঃ নুরুল আবছার মুরতাজা, নায়েবে আমির মাওঃ মোশাররফ হোসেন, প্রভাষক দীপ্র কুমার মণ্ডল ও মোঃ রবিউল ইসলাম বক্তব্য রাখেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.